লেবেল

Info

শুক্রবার, ৯ অক্টোবর, ২০১৫

আমি বিজয় আপনাদের সামনে আজ হাজির হয়েছি আজ একটা নতুন বিষয় নিয়ে । চলুন দেখা যাক , ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে ফিফা ২০১৬ খেলে রয়েছে ফিফা কয়েন জেতার সুযোগ।


এ কয়েন গেম খেলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে এবার ফিফা গেমারদের আয় করা কয়েন চুরির দিকে নজর পড়েছে সাইবার চোরদের।
 ইতিমধ্যে ইউটিউবে নিয়মিত ফিফা গেম খেলেন এমন ছয় শীর্ষ গেমারের আয় করা ফিফা কয়েন চুরির বিষয়টি ধরা পড়েছে।
 গেমাররা ধারণা করছেন ফিফার নির্মাতা-প্রতিষ্ঠান ইএ স্পোর্টস তাদের ই-মেইল এবং মূল অ্যাকাউন্টের তথ্য সাইবার চোরদের পেতে সহায়তা করতে পারে!

 যে ছয় গেমারের তথ্য ও ফিফা কয়েন চুরির শিকার হয়েছে তার মধ্যে রয়েছে অ্যানিসনজিআইবি, ডব্লিউ২এস, নেপেনথেজ, নিক২৮টি, বেটসঅন৮৭ এবং মেথডগেমার।
 তাদের প্রায় প্রত্যেকেরই ইউটিউবে অনুসারীর সংখ্যা ৫০ লাখের বেশি!
ম্যাথডগেমার ইউজার ব্যবহারকারী ম্যাথু ক্রেইগ বলেন, ‘গত দুই সপ্তাহে আমাদের শীর্ষ গেমারদের প্রায় ১০টি অ্যাকাউন্ট ও গুরুত্বপূর্ণ তথ্যাদি বেদখল হয়েছে।’
 তবে বিষয়টি নিয়ে ইএ স্পোর্টস কাজ করছে বলে জানা গেছে এবং গেমারদের কাছে দুঃখ প্রকাশ করেছে।


 পাশাপাশি শীর্ষ এ গেমাররা পূর্ণ তথ্যাদিসহ অ্যাকাউন্ট যাতে পুনরায় ব্যবহার করতে পারেন সে উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
for more updates just click here or  click here  .  



সুত্রঃ প্রথম আলো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন